সেই ডানপিটে শরীফুল খেলবে বিশ্বকাপে, দেবীগঞ্জে বইছে উচ্ছ্বাস
ছেলেবেলা থেকেই কিছুটা ডানপিটে, মনোযোগ নেই লেখাপড়ায়। স্কুল ফাঁকি দিয়ে- পড়ে থাকতেন ব্যাট-বল নিয়ে। বাবার কাছে মিথ্যে বলায়, মাঝে মধ্যে উত্তম মধ্যমও খেতে হয়েছে। নাওয়া খাওয়ার ঠিক নেই, বাসায় পাওয়াই মুশকিল তাকে। সকাল সন্ধ্যা মায়ের চিন্তা, স্নেহমাখা বকুনি। কিন্তু মাশরাফি-সাকিব যার ধ্যানজ্ঞান, কোন বাধাই তাকে আটকাতে পারেনি। তরুণটির নাম শরিফুল ইসলাম- টাইগার পেসার, বাংলাদেশের বিশ্বকাপ সারথী।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। পেসার শরিফুল ইসলাম এবার মূল বিশ্বকাপে টাইগারদের স্বপ্ন সারথী। পঞ্চগড়ের ছেলে প্রথমবারের মতো খেলবেন বিশ্ব সেরা মঞ্চে। তার জেলা ও গ্রামের বাড়ি দেবীগঞ্জে বইছে আনন্দের বন্যা। বিশ্বকাপ মাতাবে তাদের ছেলে- এমন প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর।
বাবার শাসনের মধ্যেই মায়ের আদর আর মামার উৎসাহে একদিন ছাড়লেন পঞ্চগড়। যোগ দিলেন দিনাজপুরের ক্রিকেট একাডেমিতে। আর পেছন ফিরে তাকানো নয়। দেশের জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়।
একসময় ক্রিকেট নিয়ে কোন আগ্রহ না থাকলেও, ছোট বোনটি গভীর আগ্রহে এখন তাকিয়ে থাকে টিভি পর্দায়। কখন বল হাতে ভাইকে দেখা যাবে, উইকেট শিকারে। প্রতিবেশীদের চাওয়া শরিফুলের হাত দিয়ে ছড়িয়ে পড়ুক দেবীগঞ্জের নাম।
শরিফুলের সাথে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলটির আরো তিনজন আছেন এবারের টাইগার স্কোয়াডে। ট্রফি জয়ের স্বাদ পেয়ে এসেছেন তারাও। তাই জয়ের তৃষ্ণাও সহজাত তাদের।
বিভি/এজেড
মন্তব্য করুন: