• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ বাছাই ফুটবলে আজ লেবাননের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ১১ জুন ২০২৪

ফন্ট সাইজ
বিশ্বকাপ বাছাই ফুটবলে আজ লেবাননের মুখোমুখি বাংলাদেশ

ছবি: ফাইল ফটো

২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (১১ জুন) লেবাননের মোকাবেলা করবে বাংলাদেশ। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে দুই দলের ফিরতি লেগ ম্যাচটি।

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগের পারফরম্যান্স আর লেবাননকে প্রথম লেগের দেখায় রুখে দেওয়ার স্মৃতি বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশ দলকে। অধিনায়ক জামাল ভুঁইয়া বরাবরের মতোই বড় স্বপ্ন দেখার পক্ষে। তাই জয় চান লেবাননের বিপক্ষে। কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য একটু সাবধানী। তারও পুরো তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য আছে। তবে ড্র হলেও খুশি হবেন।

গত সাফ চ্যাম্পিয়নশিপের পর চলতি জুন ধরে এই এক বছরে এ নিয়ে তৃতীয়বার লেবাননের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। বেঙ্গালুরুর সাফে ২-০ গোলে হেরেছিলেন জামালরা। গত নভেম্বরে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাছাইয়ের প্রথম লেগের ম্যাচটি হয়েছিল ১-১ ড্র। বাছাইয়ে একমাত্র পয়েন্টও বাংলাদেশ পেয়েছিল ওই ড্র থেকে।

‘আই’ গ্রুপে এখন পর্যন্ত জয় না পাওয়া দলও বাংলাদেশ ও লেবানন। ফিফা র‍্যাংকিংয়ে ৬৪ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে এবারের বাছাইয়ে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষটা রাঙাতে চান জামাল।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2