• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইউরোর ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-স্পেন

প্রকাশিত: ১১:২৪, ১৪ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
ইউরোর ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-স্পেন

ইউরোপ সেরার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। চতুর্থ শিরোপা জিতে রেকর্ড সমৃদ্ধ করবে স্প্যানিশরা নাকি প্রথম চ্যাম্পিয়নশিপের ইতিহাস গড়বে ইংল্যান্ড। জার্মানির বার্লিনে অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে জমজমাট শিরোপার লড়াই।

এবারের আসরে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লা ফুয়েন্তের স্পেন। অজেয় ৬ ম্যাচে। একযুগ পর উঠেছে ইউরোর ফাইনালে। এর আগে চারবার ফাইনাল খেলে তিনবার শিরোপা জিতেছে স্প্যানিশরা। হাতছোঁয়া দূরত্বে চতুর্থ ট্রফিটা। দারুণ ফর্মে আছেন দানি ওলমো, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল নাসরাকি এবানা, নিকোলাস উইলিয়ামসরা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলোতে গোল করা ও গোল সহায়তায় বড় অবদান রেখেছেন তারা। 

ছয় ম্যাচে ১৩ গোল লা রোজাদের। বিগ ম্যাচে নজরে থাকবেন ১৭ বছরের সর্বকনিষ্ঠ বিস্ময় বালক লামিনে ইয়ামাল। অন্যদিকে, ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপের পর আর কোনো বড় শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। গত ইউরো কাপের ফাইনালে উঠেও হতাশ হতে হয়েছিলো গ্যারেথ সাউথগেটের দলকে। ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন। 

ছয় ম্যাচে কারও অ্যাসিস্ট ছাড়াই তিন গোল করেছেন ইংলিশ ক্যাপ্টেন। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের মধ্যে ছন্দে আছেন জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ইভান টোনিরা। গোল করেছেন, গোল করিয়েছেন সতীর্থকে দিয়ে। ছয় ম্যাচে ৭ গোল থ্রী-লায়ন্সদের। পরিসংখ্যানে দু'দলের ২৭ ম্যাচের ১৪টিতে জয় ইংল্যান্ডের। ১০টিতে স্পেন। বাকিগুলো হয় ড্র। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2