• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোপার সেরা একাদশে পাঁচ আর্জেন্টাইন

প্রকাশিত: ০০:২৫, ৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
কোপার সেরা একাদশে পাঁচ আর্জেন্টাইন

ছবি: কনমেবল-এর সেরা একাদশ

ফুটবলে সাধারণত কোনো মেজর ইভেন্টের পরপরই সেরা একাদশ ঘোষণা করা হয়। তবে এবারের কোপা আমেরিকা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর সেরা একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল সংস্থা কনমেবল। যেখানে দাপট রয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার। 

আছেন কোপার বর্ষীয়ান তারকা লিওনেল মেসি। তার সঙ্গী আছেন আরও চারজন- গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।হুলিয়ান আলভারেজের কারণে আর্জেন্টিনার নিয়মিত একাদশে জায়গা না পাওয়া মার্তিনেজ আছেন কোপা আমেরিকার সেরা একাদশে! ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কারণেই ইন্টার মিলান তারকার একাদশে জায়গা পাওয়া। 

ব্রাজিলের হয়ে এই একাদশে একমাত্র ফুটবলার হিসেবে প্রতিনিধিত্ব করছেন ফরোয়ার্ড রাফিনিয়া। ৪-৩-৩ ফরমেশনে আক্রমণভাগে মেসি ও মার্তিনেজের পাশে রাখা হয়েছে বার্সেলোনার এ উইঙ্গারকে। মাঝমাঠে কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া হামেস রদ্রিগেজের সঙ্গী আর্জেন্টিনার রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের ম্যানুয়েল উগার্তে। রক্ষণভাগের চার ফুটবলার হলেন কানাডার অ্যালিস্টার জনস্টন, কলম্বিয়ার দাভিনসন সানচেস, আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান রোমেরো এবং ইকুয়েডরের পিয়েরো হিনকাপি।

বিভি/এমআর

মন্তব্য করুন: