• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চোখের জলে বিদায়ী ম্যাচের ঘোষণা দিলেন সুয়ারেজ

প্রকাশিত: ১৩:৪৫, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চোখের জলে বিদায়ী ম্যাচের ঘোষণা দিলেন সুয়ারেজ

শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) দেশের হয়ে শেষ ম্যাচ খেলব। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে আমি প্রশান্তি নিয়েই আশা করি যে ক্যারিয়ারের (জাতীয় দল) শেষ ম্যাচ পর্যন্ত আমার সেরাটা দেব।" এভাবেই কান্না ভেজা কন্ঠে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুইয়ান ফুটবল সুপারস্টার লুইস সুয়ারেজ। 

যার মাধ্যমে আগামী শনিবারই থেমে যাচ্ছে তাঁর ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচটিই হত যাচ্ছে নিজ দেশের হয়ে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর এই বুটজোড়া তুলে রাখার ঘোষণা সোমবার মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে দিয়েছেন সুয়ারেজ।এই মাঠেই প্যারাগুয়ের বিপক্ষে বিদায়ি ম্যাচ খেলবেন উরুগুয়ের স্ট্রাইকার। 

২০০৭ সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় সুয়ারেজের। এরপর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে দলের হয়ে ১৪২ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৬৯টি। যা উরুগুয়ের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।

নিজের ফুটবল ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলেছেন এই সাবেক বার্সেলোনা ও লিভারপুলের সাবেক ফরোয়ার্ড। তবে কখনো বিশ্বকাপ জিততে না পারলেও উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা জিতেছেন ঠিকই। ২০১১ সালের কোপা আমেরিকা জয়ে দলের হয়ে ৪ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি।

ফাইনালে প্যারাগুয়েকে ৩-০ ব্যবধানে হারানোর ম্যাচেও করেছেন একটি গোল। আর এটাই জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে জানিয়েছেন তিনি। “ আসলে কোপা আমেরিকার ট্রফিটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। দেশের হয়ে ট্রফি জয়ের রোমাঞ্চকর অনুভূতি কোনো ভাবেই বলে বোঝানো সম্ভব।” 

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন সুয়ারেজ তিনি।তব  আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ কিছু বিতর্ক জন্ম দিয়েছেন সুয়ারেজ। তার মধ্যে অন্যতম ২০১৪ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে চার মাস নিষিদ্ধ থাকা।

তারও আগে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে ভিলেন হওয়ার পথে ছিলেন সুয়ারেজ। যদিও এতোদিনের ক্যারিয়ারে নিজেকে ইতোমধ্যে কিংবসন্তির আসনেও অধিষ্ঠিত করেই ফেলেছেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2