• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথমবার টেস্ট দলে ডাক, জাকের আলীর স্বপ্নপূরণ

প্রকাশিত: ২৩:০৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রথমবার টেস্ট দলে ডাক, জাকের আলীর স্বপ্নপূরণ

জাকের আলী অনিক

ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে দায়িত্ব নিয়ে খেলতে হবে টাইগার ব্যাটারদের। বলেছেন বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিক। তার চোখে জাতীয় দলে খেলাটা স্বপ্নের মতো, সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন। ভারতের বিপক্ষে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনায় টেস্ট দলে নেয়া হয় জাকেরকে। 

জাতীয় দলে জাকের আলী অনিকের অভিষেক টি-টোয়েন্টি ফরমেটে। এখন পর্যন্ত লাল সবুজ জার্সিতে খেলেছেন ১৭টি ম্যাচ। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন অনেকদিন ধরে। পারফরমেন্স আহামরি কিছু নয়। সেই অনিকই এবার সুযোগ পেলেন টাইগারদের টেস্ট স্কোয়াডে। উইকেটকিপার ব্যাটসম্যান অনিক, লাল বলের দলে জায়গা পেয়েছেন পেসার শরিফুলের রিপ্লেস হিসেবে। 

তবে যার বিকল্পই হোক, সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত জাকের আলী। ভারতের বোলিংয়ের বিপক্ষে মিডল অর্ডারের ভরসা হয়ে উঠতে চান তিনি।

জাকেল আলী বলেন, ‘অবশ্যই খুব ভালো একটা অনুভূতি। সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেজন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। আমি ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওরকম প্রক্রিয়াতেই আগাই।’

সময়ের সাথে অনেকটাই পরিণত হচ্ছেন জাকের আলী অনিক। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি নিজেকে মানিয়ে নিচ্ছেন লঙ্গার ভার্সনেও। ভারতের বিপক্ষে টাইগাররা লড়াকু ক্রিকেট খেলবে বিশ্বাস তার। 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামে প্রস্তুতি চলছে বাংলাদেশ। ঘরের মাটিতে শনিবারই তাদের শেষ অনুশীলন।

বিভি/এজেড

মন্তব্য করুন: