• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১ বছর পর মাঠে নেইমার, আল হিলালের রোমাঞ্চকর জয় (ভিডিও)

প্রকাশিত: ০৯:০৭, ২২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
১ বছর পর মাঠে নেইমার, আল হিলালের রোমাঞ্চকর জয় (ভিডিও)

ক্যালেন্ডারের পাতায় সঠিক হিসাব করলে ৩৬৭ দিন পর আবারও ফুটবল মাঠে ফিরলেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। গত বছরের ১৮ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন নেইমার। ফিরতে লাগলো এক বছর।

ইনজুরি কাচিয়ে এক বছর পর মাঠে নামলেন নেইমার। তার সৌদি ক্লাব আল হিলালও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে পেলো রোমাঞ্চকর জয়। সোমবার আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে নেইমারদের জয় ৫-৪ ব্যবধানে।

৯ গোলের উপভোগ্য ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেছিলেন সুফিয়ান রাহিমি। ম্যাচ শেষে মাঠেই নেইমার বলেছেন, ‘খুব ভালো লাগছে। আমি খুশি। ফিরে এসেছি, ফিরে এসেছি।’

হাঁটুর ইনজুরির কারণে গত বছর অক্টোবর থেকে মাঠের বাইরে থাকা নেইমারের খেলা দেখার জন্য  আল আইনের হাজ্জা বিন জায়েদ স্টেডিয়াম এদিন দর্শকে কানায় কানায় পূর্ন ছিলো। অবশেষে মাঠে নামলেন ৩২ বছরের ব্রাজিল তারকা। ৩৬৭ দিন পর সৌদি ক্লাব আল হিলালের জার্সি গায়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের ৭৭ মিনিটে। সালেম আল দাওসারির পরিবর্তে  ততক্ষণে এই সৌদি ফরোয়ার্ডের হ্যাটট্রিকে আল হিলাল ম্যাচে এগিয়ে ৫-৩ ব্যবধানে। অতিথি দলের অন্য দুই গোলদাতা ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি ও নার্বিয়ান মিডফিল্ডার সার্গেই সাভিক। 

নেইমার মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে আলি আল বুলাইহি লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় আল হিলাল। ৮৭ মিনিটে নেইমারের শট গোলরক্ষকের হাতে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আল আইনের সুফিয়ান রাহিমি হ্যাটট্রিক পূর্ন করে হারের ব্যবধান কমান। 

গত বছর আগস্টে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার পর চোটের কারণে মাত্র ষষ্ঠ ম্যাচ খেললেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2