• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাঠে মালানের সঙ্গে কী হয়েছিল, একদিন পর ব্যাখ্যা দিলেন তামিম

প্রকাশিত: ১৩:৫০, ২০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
মাঠে মালানের সঙ্গে কী হয়েছিল, একদিন পর ব্যাখ্যা দিলেন তামিম

তামিম ইকবাল ও ডেভিড মালান।

বিপিএলে রবিবার চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশাল ৬ উইকেটে জয় পায়। ওই ম্যাচে বরিশালের ইনিংসের চতুর্থ ওভারে ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রানআউট হন তামিম। তাতে সন্তুষ্ট হতে পারেননি তিনি। তবে এরপর মালানকে কিছু একটা বলতে দেখা যায়। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। ওই ঘটনা নিয়ে শুরু হয় সমালোচনা। পরে এর ব্যাখ্যা দিয়েছেন দেশসেরা সাবেক এই ওপেনার।

তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন. ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’

তামিম আরও লিখেছেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায়  ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

টিভি ফুটেজ দেখে ধারণা করা নিয়ে তামিম লেখেন,  ‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।’

পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাস শেষ করেন তামিম ইকবাল। 

বিভি/এজেড

মন্তব্য করুন: