বিসিবি সভাপতির সঙ্গে সাবেক অধিনায়কদের বৈঠক, ডাক পেলেন না যারা

ছবি: বিসিবি সভাপতির সঙ্গে অধিনায়কদের বৈঠক
মিরপুরে সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে ডাক পাননি আওয়ামী লীগের সাবেক তিন সাংসদ নাইমুর রহমান দূর্জয়, মাশরাফি বিন মোর্ত্তোজা ও সাকিব আল হাসান। আগামী বিপিএলকে সফল করতে তাদের পরামর্শ কাজে লাগানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হুট করেই সাবেক অধিনায়কদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মূলত বিপিএলসহ দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই সাবেক অধিনায়কদের ডাকেন বিসিবি সভাপতি।
বিসিবি কার্যালয়ে শুরু হয় বৈঠক। তাতে সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ থেকে শুরু করে এই প্রজন্মের অধিনায়ক মুমিনুল হক সৌরভ, লিটন দাসও উপস্থিত ছিলেন।
বিসিবি সভাপতি জানান, এ বছর বিপিএলে টিকিট বিক্রি থেকে রেকর্ড ১২ কোটি ২৫ লাখ টাকা আয় হয়েছে। এর একটা অংশ ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হবে। এবার যে সমস্যাগুলো ছিলো সেগুলো সমাধান করে আগামী বিপিএল আরও সুন্দর করতে পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়করা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলকে নির্ভার হয়ে খেলার পরামর্শ দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
বিভি/এমআর
মন্তব্য করুন: