দ্বিতীয় টি-টোয়েন্টি: আমিরাতকে বড় টার্গেট দিলো টাইগাররা

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শারজায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০৫ রান করে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজে এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৬৬ রান তুলে; টাইগারদের বড় স্কোরের ভীত গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক লিটন কুমার দাস।
এই দুই ওপেনার ৫৫ বলে ৯০ তুলে বিচ্ছিন্ন হন। ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা তানজিদ আউট হয়েছেন ৩৩ বলে ৩ ছক্কায় ৫৯ রান করে। ১০ ওভার ১ বলে দলীয় ইনিংসে একশ রান পূর্ণ হয় টাইগারদের। দলীয় ১২৫ রানে আউট হয়েছেন লিটন দাস। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৪০ করে। নাজমুল শান্ত বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। সাবেক অধিনায়ক করেছেন ১৯ বলে ২৭ রান।
শেষ দিকে জাকের আলী ৬ বলে ১৮ করে আউট হলেও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে দলীয় ইনিংসে ২০০ পার করে বাংলাদেশ। হৃদয় ২৪ বলে ৪৫ করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। আমিরাতের পক্ষে মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৩টি এবং সগির খান নিয়েছেন ২ উইকেট।
বিভি/এমআর
মন্তব্য করুন: