• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

যেভাবে কাটছে হামজাদের এবারের ঈদ

প্রকাশিত: ১৪:৫৮, ৭ জুন ২০২৫

ফন্ট সাইজ
যেভাবে কাটছে হামজাদের এবারের ঈদ

এবারের ঈদুল আজহা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের জন্য ছিল অন্যরকম এক অভিজ্ঞতা। বিশেষ করে হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলামের মতো নতুনদের জন্য এটি ছিল স্মরণীয় এক ঈদ। জাতীয় দলে ডাক পাওয়ার পর এটিই তাদের প্রথম ঈদুল আজহা, তবে পরিবারের সঙ্গে নয়- এই ঈদ উদযাপন করেছেন দলের সঙ্গেই।

এর আগেও দলের সদস্যরা একসঙ্গে ঈদ উদযাপন করেছেন, যেমন ২০২৩ সালে ভারতে থাকার সময়। তবে এবারের পার্থক্য হলো, এবার তারা নিজ দেশেই আছেন, কিন্তু পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ হচ্ছে না। এর মধ্যেও দলীয়ভাবে ঈদ উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল দল।

ঈদের সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, টিম হোটেল থেকে পুরো দল একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে বেরিয়ে যায়। খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সবার পরনেই ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা। দলবদ্ধভাবে রাস্তায় বেরোনোর পর থেকেই হামজাদের ঘিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। নামাজ শেষে সেলফি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মতো।

নতুনদের জন্য এটি ছিল আরও বেশি আবেগময়। হামজা চৌধুরী এর আগে ঈদুল ফিতরে ফিলিস্তিনের পতাকা খচিত ব্রেসলেট পরে নামাজ আদায় করেছিলেন, এবার তিনি ঈদের নামাজ আদায় করেছেন দলীয় পরিবেশে। ফাহামেদুল ইসলামের ঈদের অনুভূতিও ছিল বেশ স্পেশাল। নামাজের আগে ও পরে দু’জনের মুখের হাসিই বলে দিচ্ছিল, এবারের ঈদটা তাঁদের জীবনে আলাদা জায়গা করে নিয়েছে।

এদিকে, ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর বাংলাদেশ দল এখন অনেকটাই স্বস্তিতে। ঈদের দিন হলেও অনুশীলন থেমে থাকছে না। গতকাল সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে দল। জানা গেছে, আজ বিকেলেও মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল।

বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ ১০ জুন, যখন তারা মুখোমুখি হবে সিঙ্গাপুরের, এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে। ঈদের আনন্দ সঙ্গী করেই এই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় ফুটবল দল।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2