• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশের পর টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো শ্রীলঙ্কাও

প্রকাশিত: ১৬:২৪, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের পর টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো শ্রীলঙ্কাও

টেস্ট সিরিজ শেষ হয়েছে আগেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি আছে একটি ম্যাচ। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ। আজ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কাও।

শ্রীলংকা ক্রিকেটের ঘোষিত ১৭ সদস্যের দলে আছে চমকও। সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া দলে ফিরেছেন চামিকা করুণারত্নে। সাবেক অধিনায়ক দাসুন শানাকা দলে ঢুকেছেন প্রায় এক বছর পর। নিউজিল্যান্ড সিরিজে বাজে ফর্মে থাকা ভানুকা রাজাপাকসে পাননি জায়গা। স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন চারিথ আসালাঙ্কা।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে দুদলের সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ। সবগুলো খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই সিরিজ সামনে রেখে কদিন আগেই দল জানিয়েছে বাংলাদেশ। ছোট ফরম্যাটের সিরিজে বহুদিন পর ফিরেছেন নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডে সিরিজ খেলা দলের বেশিরভাগ খেলোয়াড়ই আছেন টি-টোয়েন্টি দলে। বাকিদের মাঝে আজ লঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলংকার টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2