• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লঙ্কার মাটি থেকে প্রথম ট্রফি নিয়ে দেশে ফিরলো টাইগাররা

প্রকাশিত: ১৪:১৯, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
লঙ্কার মাটি থেকে প্রথম ট্রফি নিয়ে দেশে ফিরলো টাইগাররা

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়। ছবি- বিসিবি

টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে লিটন দাসের দল। ওই সিরিজের ট্রফি নিয়ে আজ দেশে ফিরেছে টাইগাররা।

তৃতীয় টি-টোয়েন্টিতে বলে-ব্যাটে আধিপত্য দেখিয়ে স্মৃতিময় এক সফর শেষ করে দেশে ফিরল টাইগাররা। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

গতকাল কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় পায়। এদিন আগে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। একাদশে সুযোগ পেয়েই ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন শেখ মেহেদী।

জবাবে তানজিদ হাসান তামিমের ৪৭ বলে ক্যারিয়ারসেরা ৭৩, লিটন দাসের ২৬ বলে ৩২ ও তাওহীদ হৃদয়ের ২৫ বলে ২৭ রানের ইনিংসে ভর করে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়েই জয় পায় বাংলাদেশ।

লঙ্কা সফরের পর বিশ্রামের সুযোগ পাচ্ছে না তারা। লিটন দাসের দলের সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ। ঘরের মাঠে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান।

আগামী রোববার (২০ জুলাই)  শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ২২ ও ২৪ জুলাই একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2