• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাত পোহালেই শিরোপা ধরে রাখার লড়াই রংপুরের

প্রকাশিত: ০০:৪৮, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাত পোহালেই শিরোপা ধরে রাখার লড়াই রংপুরের

গ্লোবাল সুপার লিগের শিরোপার লড়াইয়ে মাঠে নামছে রংপুর রাইডার্স। পুরো টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকার রেকর্ড নিয়েই খেলতে নামবে নুরুল হাসান সোহানের দল। 

শনিবার (৫টায়) ভোরে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

রংপুর রাইডার্সের ট্যাগ লাইন জয়ের লড়াই, এবারের জিএসএলে আক্ষরিক অর্থেই দলটা যেন পণ করে নেমেছে সব ম্যাচেই তাদের জয় চাই। এবারের অভিযানে ভাগ্য বিধাতাও আছে তাদের পাশেই। দুই ম্যাচে ৮ রানে জয়, আরেক ম্যাচে জয়ের ব্যবধান ১ রানের। শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল রংপুর।

একটা ইতিহাস রংপুর গড়েছে গেল আসরেই। দেশের প্রথম দল হিসেবে বিদেশের মাটিতে জিতেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবার নতুন উচ্চতায় ওঠার সুযোগ দলটার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স টুর্নামেন্টের সবচেয়ে তারকাখচিত দল। হেরেছে শুধু রংপুরের কাছে। প্রথম আসরে ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হলেও এবার আর ভুল করতে চাইবে না ইমরান তাহির বাহিনী।

রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড; টি-টোয়েন্টির একঝাঁক তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে গায়ানা। ইনটেন্ট স্পষ্ট। শিরোপাটা তাদেরই চাই। সঙ্গে স্বাগতিক হওয়ার সুবিধা ও গ্যালারি ভরা সমর্থন তো আছেই।

রংপুর রাইডার্সও জবাব দিতে প্রস্তুত। দুর্দান্ত ফর্মে আছেন কাইল মায়ার্স। ক্যারিবিয়ান ব্যাটার রংপুরের হয়ে ৩ ম্যাচে করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ১৩০ রান। স্ট্রাইক রেট দেড়শোর ওপরে। দলের প্রয়োজনে রান করে চলেছেন আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার ইফতিখার আহমেদ। এখন পর্যন্ত ১৩৫ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ৮৪। তবে রংপুরের শক্তির জায়গা বোলিং। ৩ ম্যাচে বল করে পেসার খালেদ আহমেদ তুলে নিয়েছেন ১০ উইকেট। ইফতিখার আহমেদ, আজমতউল্লাহ ওমরজাইরাও গুরুত্বপূর্ণ সময়ে এনে দিয়েছেন ব্রেক থ্রু। কোনো একক ক্রিকেটার নয়, দলগত প্রচেষ্টায় ফাইনালও জয়ের লক্ষ্য রাইডার্সের।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2