• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তিন ম্যাচ নিষিদ্ধ সাগরিকা, গুণতে হলো ৫০০ ডলার জরিমানাও

প্রকাশিত: ২২:৪৬, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
তিন ম্যাচ নিষিদ্ধ সাগরিকা, গুণতে হলো ৫০০ ডলার জরিমানাও

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-নেপাল ম্যাচে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় শাস্তি পেলেন দুই দলের খেলোয়াড়। বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরানকে তিন ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫০০ ডলার করে জরিমানা করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।

গত ১৩ জুলাই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। রুদ্ধশ্বাস লড়াইয়ে যোগ করা সময়ের গোলে ম্যাচটি ৩-২ গোলে জিতে যায় লাল সবুজরা।

তবে ৫৫তম মিনিটে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ৩৭তম মিনিটে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করা সাগরিকাকে। মেজাজ হারিয়ে নেপালের সিমরানের সঙ্গে হাতাহাতি ও চুলাচুলিতে জড়িয়েছিলেন সাগরিকা। দুজনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান ম্যাচ রেফারি। তাতে স্বাভাবিকভাবেই এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা ছিল দুজনের। তবে অপরাধ পর্যালোচনা করে দুজনকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০০ ডলার করে জরিমানা করেছেন ম্যাচ কমিশনার।

ফলে ভুটানের বিপক্ষে পরপর দুই ম্যাচের পর ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না সাগরিকা। তবে আসরের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে পারবেন তিনি।

গত আসরের সেরা ফুটবলার সাগরিকা এবারও আছেন দারুণ ছন্দে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকের পর এক গোল করেন নেপালের বিপক্ষে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2