• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাত্তা পেল না জিম্বাবুয়ে, বড় জয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের

প্রকাশিত: ২১:৫৯, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পাত্তা পেল না জিম্বাবুয়ে, বড় জয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের

বোলারদের দারুণ নৈপুণ্যে বড় জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেই আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। 

বুলাওয়েতে ১৫৮ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩১ রান করেছিল জিম্বাবুয়ে। ৭ উইকেট হাতে নিয়ে ১১৯ রানে পিছিয়ে ছিল তারা।

তৃতীয় দিন স্পিনার মিচেল স্যান্টনারের সাথে ম্যাট হেনরি ও উইল ও’রুর্কের বোলিং তোপে ১৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ব্যাট হাতে জিম্বাবুয়ের হয়ে একাই লড়াই করেছেন সিন উইলিয়ামস। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থামেন তিনি। ৬টি চারে ৬৬ বলে ৪৯ রান করেন উইলিয়ামস। 

এছাড়াও উইকেটরক্ষক টাফাদজোয়া সিগা ২৭, অধিনায়ক ক্রেইগ আরভিন ২২ ও ব্লেসিং মুজারাবানি ১৯ রান করেন। বল হাতে অধিনায়ক স্যান্টনার ২৭ রানে ৪ উইকেট নেন। ৩টি করে উইকেট শিকার করেন হেনরি ও ও’রুর্ক। 

জয়ের জন্য মাত্র ৮ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে। এরপর তিন নম্বরে নামা হেনরি নিকোলসের বাউন্ডারিতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয়। 

প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের হেনরি। আগামী ৭ আগস্ট থেকে এই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

বিভি/এজেড

মন্তব্য করুন: