• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো টাইগার যুবারা

প্রকাশিত: ১৭:৫৯, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো টাইগার যুবারা

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে টানা দুটি জয়ের পর হেরেছিল বাংলাদেশ। তবে একদিন পরই আবারও জয়ের স্বাদ পেয়েছে টাইগার যুবারা। স্বাগতিক জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে  জয়ে ফিরেছে আজিজুল হাকিমের দল।

শুক্রবার (১ আগস্ট) সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ নিয়ে সিরিজে দ্বিতীয়বারের দেখায় দুটোতেই তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। এতে টুর্নামেন্টের তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে বোলিংয়ে নেমে জিম্বাবুয়েকে ৮৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। 

এই জয়ে পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৪ ম্যাচে ৩ জয়ে দক্ষিণ আফ্রিকার যুবাদের সমান ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। প্রোটিয়ারা নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে।

 আজ ওপেনিংয়ে খেলতে নেমে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কার মারে ইনিংসটি সাজান এই বাঁহাতি ব্যাটার। তবে আরেক ওপেনার রিফাত বেগ আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে ফিরেন তিনি।

এরপর কালাম সিদ্দিকি আলিন মারকুটে ব্যাটিংয়ে ১৬ বলে ৪ চারের মারে ২০ রান করে ফিরে যান। দলীয় ৩৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর রিজান হোসেনকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন আজিজুল। রিজান ২৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ইকবাল হোসেন ইমন-সানজিদ মজুমদারদের বোলিং দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ফলে একশোর আগেই গুটিয়ে যায় তারা। ৬.৩ ওভারে এক মেডেনসহ ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। স্বাধীন ও সানজিদ শিকার করেন ২টি করে উইকেট।

বিভি/এজেড

মন্তব্য করুন: