লঙ্কা প্রিমিয়ার লিগ শুরুর তারিখ ঘোষণা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এ বছরের নভম্বের-ডিসেম্বরে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে এসএলসি। তারা আরও জানায়, ‘২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।’
এলপিএলের সর্বশেষ দুই আসর জুলাই-আগস্টে আয়োজন করেছিল এসএলসি।
এলপিএল পরিচালক সমন্থা ডোডানওয়েলা জানান, ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই বছরের শেষ দিকে টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, ‘এই সময়টায় এলপিএল আয়োজনের মাধ্যমে আমরা খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের আগে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই। সময়সূচিও বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।’
আগামী এলপিএলের ম্যাচগুলো তিন ভেন্যু-কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম, ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: