টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতলো ব্রাজিল

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতেছে ব্রাজিল। ইকুয়েডরের কুইটোতে ৮ গোলের রুদ্ধশ্বাস ফাইনালে ব্রাজিলের টাইব্রেকারে রোমাঞ্চকর জয় ৫-৪ ব্যবধানে। এ নিয়ে ১০ আসরের নয়টিতেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের মেয়েরা।
রদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠা ফাইনালে ২৫ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন লিন্ডা কাইসেডো। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে ব্রাজিল। সফল স্পট কিক নেন অ্যাঞ্জেলিনা।
৬৯ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানের আত্মঘাতি গোলে ফের এগিয়ে যায় কলম্বিয়া। ৮০ মিনিটে গোল শোধ দেন গুটিয়ারেস। আট মিনিটের মধ্যে কলম্বিয়ার মায়রা রামিরেজ গোল করে দলকে প্রথম মহাদেশীয় শিরোপার স্বপ্ন দেখান।
এরপরই ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা বদলি নামেন এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে অতিরিক্ত সময়ে নিয়ে যান ফাইনালের লড়াই। সেখানে মার্তা ১০৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নিলে কলম্বিয়ার লেইসি সান্তোস ১১৫ মিনিটে স্কোরলাইন ৪-৪ করে দেন।
টাইব্রেকারেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত পাঁচটি করে শটে ৩-৩ সমতা। পঞ্চম শটে মার্তা সুযোগ হারান দলকে জেতানোর। তবে, সাডেন ডেথে ব্রাজিল প্রথম দুই শট লক্ষ্যে রেখে টাইব্রেকার জিতে নেয় ৫-৪ ব্যবধানে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: