ভুটানের লিগে কৃষ্ণা রাণীর এক ম্যাচে ৫ গোল

ছবি: কৃষ্ণা রাণী সরকার
ভূটানের লিগে একাই ৫ গোল করলেন বাংলাদেশের কৃষ্ণা রাণী সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) কৃষ্ণার দাপটে ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবকে ১২-০ গোলে হারায় ট্রান্সপোর্ট ইউনাইটেড।
প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন। ১২ গোলের মাঝে পাঁচ গোল করায় ম্যাচসেরা হন বাংলাদেশি এই নারী ফুটবলার। একই দলে খেলেন লাল-সবুজের আরও দুই তারকা ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা।
এদিকে, টুর্নামেন্টে শীর্ষস্থানে রয়েছে সাবিনা-ঋতুপর্ণা চাকমাদের পারো এফসি। বাংলাদেশি মোট ৯ জন নারী ফুটবলার এবার খেলছেন ভূটান প্রিমিয়ার লিগে।
কৃষ্ণা রাণী সরকার বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য। ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে তার জোড়া গোলে ফাইনাল জিতেছিলো বাংলাদেশ। তবে ইনজুরির কারণে ২০২৩ সালটা মাঠের বাইরে কাটাতে হয় তাকে। ২০২৪ সালে সাফ স্কোয়াডে থাকলেও আগের ছন্দে দেখা যায়নি এই ফরোয়ার্ডকে।
বিভি এ/আই
মন্তব্য করুন: