• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ

প্রকাশিত: ২১:০১, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ

বাংলাদেশের তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ আসন্ন এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

যদি এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নেন তামিম তাহলে এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম।  বছরের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের থেকে ছিটকে গিয়েছিলেন তামিম। 

আজ আকরাম বলেন, ‘আমি ইতোমধ্যেই তামিম ইকবালের সাথে কথা বলেছি। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছে সে।’ 

নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন তামিম ও মাহমুদুল্লাহ। তবে এ বছর সিলেট বিভাগের হয়ে খেলবেন মুশফিক। সাধারণত রাজশাহী বিভাগের হয়ে খেলে থাকেন তিনি। 

বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম বলেন, ‘খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে মুশফিক। আমার মনে হয়, এ বছর সিলেট বিভাগের হয়ে খেলতে চায় সে। নির্বাচকরা আমাকে মাহমুদুল্লাহ সর্ম্পকে কিছু বলেনি। তবে আমার মনে হয়, সেও খেলবেন।’

গত বছর প্রথমবারের মত শুরুর পর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট স্থানীয় খেলোয়াড়দের কাছে জনপ্রিয় হয়ে উঠে। কারণ একমাত্র এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পায় স্থানীয় ক্রিকেটাররা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2