• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২৫৬ লাখ ডলারে সন হিউং মিনকে দলে টানলো লস অ্যাঞ্জেলেস এফসি ক্লাব

প্রকাশিত: ১৫:০৮, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১১, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
২৫৬ লাখ ডলারে সন হিউং মিনকে দলে টানলো লস অ্যাঞ্জেলেস এফসি ক্লাব

ফাইল ছবি

মেজর লিগ সকারের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি খরচ করে টটেনহাম হটস্পার থেকে সন হিউং মিনকে দলে টেনেছে লস অ্যাঞ্জেলেস এফসি ক্লাব। টাকার অংকটা ২৬৫ লাখ মার্কিন ডলার। বুধবার (৬ আগস্ট) দুই ক্লাবের পক্ষ থেকেই এই খবর নিশ্চিত করা হয়। 

টটেনহাম এবং লস অ্যাঞ্জেলেস, দুই ক্লাবের কেউই দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডের ট্রান্সফার ফি খোলসা করেনি। ফুটবল পডকাস্ট ‘দ্য অ্যাথলেটিক’-এর রিপোর্ট থেকে টাকার অংকটা জানা গেছে। ২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহামে যোগ দেন সন হিউং মিন। গত মে মাসে তার অধিনায়কত্বেই উত্তর লন্ডনের ক্লাবটি উয়েফা ইউরোপা লিগ জিতে ১৭ বছরে তাদের প্রথম শিরোপার স্বাদ নেয়। ফাইনালে স্বদেশীয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারায় টটেনহাম। 

১০ বছরে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৪ ম্যাচ খেলেন ৩৩ বছরের এই অভিজ্ঞ ফরোয়ার্ড। গোল করেন ১৭৩টি। ২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে জেতেন সেরা গোলদাতার পুরষ্কার ‘গোল্ডেন বুট’। দক্ষিণ কোরিয়ার জাতীয় দলে ২০১০ সালে অভিষেক হওয়া সন হিউং মিন এখন পর্যন্ত খেলেছেন ১৩৪ ম্যাচ। গোল করেছেন ৫১টি। এর আগে এশিয়ার ফুটবল পরাশক্তি দেশটির অনূর্ধ্ব-১৭ দলকে ২০০৮ থেকে ২০০৯ সাল এবং অনূর্ধ্ব-২৩ দলকে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন দক্ষিণ কোরিয়ার এই লিজেন্ড ফুটবলার। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2