• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লাওসকে ৩-১ গোলে হারিয়ে অ-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

প্রকাশিত: ২২:১৩, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ২২:১৪, ৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
লাওসকে ৩-১ গোলে হারিয়ে অ-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সাগরিকার জোড়া গোলে জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় গোলের দেখা পান সাগরিকা, অপর গোলটি করেন মুনকি আক্তার।

বুধবার (৬ আগস্ট) লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বড় স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সিনিয়র দলের পর জুনিয়র দলের এশিয়ান কাপ নিশ্চিতের মিশনটা ভালো হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। মাঠের খেলায় সেরাটা দিয়েই স্বাগতিক লাওসের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দু’দল। তবে কেউই ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিলো না। ১১ মিনিটে স্বাগতিকদের পরিকল্পিত আক্রমণ রুখে দেওয়ার পর ১৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে বাটলার শিষ্যরা। গোলরক্ষককে একা পেয়েও জালে বল রাখতে পারেননি তৃষ্ণা।

বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণ নিয়ে বারবার প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালাতে থাকে। ৩৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কর্ণার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোল আদায় করে নেন পূজা। লাল-সবুজরা লিড নেয় ১-০ গোলের।

প্রথমার্ধের শেষদিকে শিখার দারুণ এক প্রচেষ্টা প্রতিহত হয় গোলবারে লেগে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ; ম্যাচের ৫৮ মিনিটে মুনকি আক্তারের দারুণ প্লেসিংয়ে স্কোরলাইন ২-০ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৭২ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এলেও বাধাঁ হয়ে দাঁড়ায় গোলবার।

লাওসের মেয়েরা শেষদিকে গোল আদায় করে খেলা জমিয়ে দেয়। তবে হার এড়াতে তা যথেষ্ঠ ছিলো না। উল্টো ইনজুরি টাইমে গোল আদায় করে লাল-সবুজদের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন সাগরিকা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2