• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইমরানুরের প্রত্যাবর্তন: আবারও দেশের দ্রুততম মানব

প্রকাশিত: ১৭:২৪, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ইমরানুরের প্রত্যাবর্তন: আবারও দেশের দ্রুততম মানব

দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ছবি- সংগৃহীত

এক বছরের ব্যবধানে হারানো সিংহাসন ফিরে পেলেন ইমরানুর রহমান। ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে না পারায় গত ফেব্রুয়ারিতে দ্রুততম মানবের মুকুট গিয়েছিল মোহাম্মদ ইসমাইলের হাতে। তবে এ বছরের জাতীয় সামার অ্যাথলেটিকসে ফের নিজের রাজত্ব ফিরে পেলেন ৩২ বছর বয়সী এই স্প্রিন্টার।

চোটের কারণে ফেব্রুয়ারির আসরে অংশ নিতে পারেননি তিনি। লন্ডনে নিয়ে গিয়েছিলেন পুনর্বাসনের প্রস্তুতি, এমনকি চীনে চিকিৎসাও নেন। সেই ইনজুরি কাটিয়ে দারুণ ফর্মে ফিরে এসেছেন ইমরানুর। আর তাই জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব।

বাংলাদেশ নৌবাহিনীর এই দৌড়বিদ ১০.৬৪ সেকেন্ড সময় (ইলেকট্রনিক টাইমিং) নিয়ে পৌঁছান ফিনিশ লাইনে। আগেরবার দ্রুততম মানবের খেতাব জয়ী মোহাম্মদ ইসমাইল এদিন ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়। ১০.৮৬ সেকেন্ডে দৌড় শেষ করে সেনাবাহিনীর আবদুল মোতালেব হয়েছেন দ্বিতীয়।

ইমরানুরের সাফল্যের গল্প শুরু ২০২২ সালে। সেবার প্রথমবার জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়েই ১০০ মিটারে রেকর্ড গড়ে সোনা জেতেন তিনি। সেই থেকে দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছিলেন এবারের ফেব্রুয়ারি পর্যন্ত। সামান্য সময়ের জন্য হারালেও আবারও প্রমাণ করলেন—বাংলাদেশের অ্যাথলেটিকস ট্র্যাকে এখনো তিনিই রাজা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2