• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোলের সুযোগ হাতছাড়া করে ভারতের কাছে হারলো বাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৯, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
গোলের সুযোগ হাতছাড়া করে ভারতের কাছে হারলো বাংলাদেশ

স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল অর্পিতারা। শুক্রবার (২২ আগস্ট) পুরো ম্যাচে আধিপত্য করে খেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ভারতের মেয়েরা।

এদিন প্রথমার্ধ থেকেই ম্যাচে আক্রমণে একক আধিপত্য ছিল ভারতের। খুব একটা সুবিধা করতে পারেনি লাল সবুজরা। তবে গোলরক্ষক, ডিফেন্ডারদের নৈপুণ্য আর অফসাইড ফাঁদের কৌশল পেতে ভারতের একাধিক গোলের সুযোগ নষ্ট করতে সক্ষম হয়েছে তারা। এদিন ম্যাচের ১৪তম মিনিটে সতীর্থের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে ভারতকে লিড এনে দেন পার্ল ফার্নান্দেজ।
  
১৯তম মিনিটে বক্স থেকে বেরিয়ে এসে ভারতের দারুণ একটি আক্রমণ রুখে দেন গোলরক্ষক ইয়ারজান বেগম। ২৬তম মিনিটে ছয় গজ দূরত্ব থেকে নেয়া পার্লের শটের দিক পরিবর্তন করে দেন ডিফেন্ডার আরিফা আক্তার‌। ৩৩তম মিনিটে একটি সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। তবে সৌরভী আকন্দ প্রীতির ফ্রি-কিক শটটি ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক মুন্নি। অন্যদিকে ভারত টানা আক্রমণ চালালেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি। তাতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
 
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে চলে ভারতের আক্রমণ। কিন্তু অগোছালো আক্রমণে গোলের সুযোগ তৈরি করে পারছিল না তারা। অনেক চেষ্টার পর ৭৬তম মিনিটে আলিশার ক্রস গোলমুখে পেয়ে পা বাড়িয়ে গোল আদায় করেন বনিফিলা শুলাই। অন্যদিকে বাংলাদেশের মেয়েরা কয়েকটি কর্নারের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
  
বাংলাদেশের বিপক্ষে জয়ে চার দলের টুর্নামেন্টে এগিয়েই থাকল ভারত। আগের ম্যাচে নেপালকে তারা হারিয়েছিল ৭-০ ব্যবধানে। অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলার মেয়েদের সামনে আরও ৪টি ম্যাচ আছে। ভারতের বিপক্ষেও আরও একবার মাঠে নামবে অর্পিতারা। বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে চ্যাম্পিয়নের আশা রাখাই যায়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2