• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে হারলো নারীদের সবুজ দলও!

প্রকাশিত: ২১:১১, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে হারলো নারীদের সবুজ দলও!

ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের কাছে হারল নাহিদা আক্তারের সবুজ দলও। এর আগে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল দলও হেরেছিল ওই কিশোরদের কাছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টি আইনে সবুজ দলকে ৪১ রানের ব্যবধান হারিয়েছে ছেলেরা। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবুজ দলের ইনিংস থামে ১৩৫ রানে।
 
সেপ্টেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তার আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় জ্যোতিদের প্রস্তুতির জন্য বিকল্প ব্যবস্থা করেছে বিসিবি। বাংলাদেশ জাতীয় নারী দলকে লাল ও সবুজ দলে ভাগ করে তাদের সঙ্গে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলকে নিয়ে আয়োজন করেছে উইমেন্স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ।প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার মুখোমুখি হবে।
 
এখন পর্যন্ত মেয়েদের কোনো দল ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলকে খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি। গত বুধবার (২০ আগস্ট) মেয়েদের লাল দল হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে। আর আজ হারল সবুজ দলও।
  
এদিন ওমের ৮২ রানের সঙ্গে ইরফানের ৪৮ রানের ইনিংসে ৩৯ ওভারে ১৮৯ রানের পুঁজি পেয়েছিল ছেলেরা। তবে বৃষ্টিতে আবার সময়ক্ষেপন হওয়ায় পরবর্তীতে বৃষ্টি আইনে বাংলাদেশ নারী সবুজ দলের লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রান। রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়েছিল মেয়েরা। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তারের ১৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মাহিন হোসেন আলিফ। 

ডানহাতি পেসারের খাটো লেংথের ডেলিভারিতে বোল্ড হন ১৫ বলে ১ রান করা শারমিন। তিনে নেমে দিলারাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ নারী সবুজ দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন ঝিলিক। তাদের দুজনের ১৬ রানের জুটিও ভাঙেন মাহিন। লিডিং এজ হয়ে শর্ট মিড অনে ক্যাচ দেয়ার আগে ২৩ বলে ৬ রান করেন দিলারা।
 
২৯ রানে ২ উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়ে তোলেন ঝিলিক ও সোবহানা। তারা দুজনে মিলে ৭৬ রান যোগ করেন। তবে ঝিলিক খানিকটা রান বের করার চেষ্টায় থাকলেও সোবহানা ছিলেন ধীরগতির। ম্যাচ জিততে যখন ৩৬ বলে ৭২ রান প্রয়োজন তখন আব্দুল্লাহর ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে ক্যাচ তুলে দেন সোবহানা। ৫৬ বলে ৩৫ রানে থামে তার ইনিংস। পাঁচে নেমে ভালো শুরু পেয়েছিলেন স্বর্ণা আক্তার। 

তবে দ্রুত রান তোলার চাপে আগ্রাসী খেলতে গিয়ে ৬ বলে ১০ রান করে বাঁহাতি স্পিনার আদিবের শর্ট লেংথ ডেলিভারিতে বোল্ড হন তিনি। একটু পর আব্দুল্লাহর বলে সুইপ করে ৫৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ঝিলিক। পঞ্চাশ ছোঁয়ার পরই থামতে হয়েছে তাকে। আদিবের বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়েছেন ৫১ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার।
 
পরবর্তীতে অধিনায়ক নাহিদা আক্তার ও ইরা তেমন কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশ নারী সবুজ দল। অনূর্ধ্ব-১৫ ছেলেদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মাহিন, আদিব ও আব্দুল্লাহ।
  
এর আগে বৃষ্টিবিঘ্নিত প্রথমে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। দলের হয়ে ৯৯ বলে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওম। এছাড়া ইরফান ৬৮ বলে ৪৮, বায়োজিদ ২৩ বলে অপরাজিত ২১ রান করেন। নারী সবুজ দলের হয়ে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন রাবেয়া খান। ২টি উইকেট পেয়েছেন সুলতানা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2