বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু হঠাৎ পরিবর্তন

আগামী ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টের জন্য চলতি বছরের জুনে পাঁচটি ভেন্যুর নাম প্রকাশ করে আইসিসি। যেখানে ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের নামও। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হারাল কর্ণাটক রাজ্য সরকার। অনুমতি না পাওয়ায় বেঙ্গালুরুর পরিবর্তে ন্যাভি মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা পাঁচটি ভেন্যুতে। ভারতের গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর ও বেঙ্গালুরুর পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার কলম্বোকে।
২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৭ অক্টোবর ইংল্যান্ড ও ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা। ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
কলম্বোতে ও গৌহাটিতে একটি করে এবং বিশাখাপত্তনমে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশ-ভারতের ম্যাচ ছাড়া গ্রুপ পর্বের আরও দুটি ম্যাচও হওয়ার কথা চিল এই ভেন্যুতে। এ ছাড়া দ্বিতীয় সেমি-ফাইনাল ও ফাইনালও (যদি পাকিস্তান উঠতে না পারে) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। তবে শেষ পর্যন্ত বেঙ্গালুরুর সেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
১৮ বছর অপেক্ষার পর চলতি বছরের জুনে আইপিএলের শিরোপা ঘরে তুলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই শিরোপাজয়ী দলটাকে এক নজর দেখার জন্য রাস্তায় নেমে আসে অসংখ্য মানুষ। সেই আনন্দ উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে নিহত হন ১১ জন, আহত হন ৭০ জন। আর তার দায় গিয়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপরেই।
দুর্ঘটনার পর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত শিরোপা জয়ের সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনার জেরেই নারী বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ক’দিন আগে বেঙ্গালুরুর স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হয়েছে মহারাজা কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবশেষ সরিয়ে নেওয়া হলো নারী বিশ্বকাপের ম্যাচও। বিশ্বকাপে বেঙ্গালুরুতে যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সে ম্যাচগুলো হবে এখন মুম্বাইয়ে। এ ছাড়া বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটিও কলম্বোর বিপক্ষে অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।
বিভি/এজেড
মন্তব্য করুন: