• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভক্তদের উদ্দেশে ভিডিও বার্তায় সুখবর দিলেন সাকিব

প্রকাশিত: ১৪:৪২, ২৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ভক্তদের উদ্দেশে ভিডিও বার্তায় সুখবর দিলেন সাকিব

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। খেলার মাঠ থেকে বেরিয়ে রাজনীতির মাঠে পা দিয়ে জড়িয়েছেন হত্যা মামলা। এ নিয়ে দলে ফেরা এখনও অনিশ্চিত। তবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে বাধা নেই তার। যার ফলে যে দেশের লিগ থেকেই ডাক পড়ছে, সেখানেই খেলছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দেখা যাবে সাকিবকে। সেখানে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আটালান্টার ফ্র্যাঞ্চাইজির সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন সাকিব। ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আটলান্টা ফায়ারে যোগ দিয়েছি এবং দলটির হয়ে মাইনর লিগ ক্রিকেট খেলব। আরও আনন্দের খবর হচ্ছে, ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর আটলান্টা ক্রিকেট। ফোবানার উত্তরোত্তর সফলতা কামনা করছি। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগের পঞ্চম আসর। এই টুর্নামেন্ট চলবে ২ অক্টোবর পর্যন্ত। যেখানে আটালান্টা ফায়ারে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে খেলবেন সাকিব। বর্তমানে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন তিনি। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। 

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে নেয়ার সময় নিজেদের সামাজিক মাধ্যমে আটলান্টা ফায়ার লিখেছে, ‘রোমাঞ্চের সঙ্গে আমরা জানাচ্ছি, ২০২৫ মাইনর লিগে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ারে খেলবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিব। তার অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলের শক্তি বাড়াবে। তার জাদু দেখতে প্রস্তুত থাকুন।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2