• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২৬ বলে ৬১ রান, দীর্ঘদিন পর সাকিবের ঝড়ো ইনিংস

প্রকাশিত: ০৯:৫০, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২৬ বলে ৬১ রান, দীর্ঘদিন পর সাকিবের ঝড়ো ইনিংস

২৬ বলে ৬১ রান করেছেন সাকিব। ছবি- ক্রিকইনফো

অবশেষে ব্যাট হাতেও দেখা মিলল আসল সাকিব আল হাসানের! বাংলাদেশের অলরাউন্ডার ১০ ম্যাচ পর আজ ফিফটি পেয়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে সাকিব খেলেছেন বিধ্বংসী এক ইনিংস, ২৬ বলেই করেছেন ৬১ রান। মেরেছেন ৫টি করে চার ও ছক্কা। তবে এর পরেও ম্যাচটা হেরে গেছে সাকিবের দল।

সাকিব এর আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন এ বছরের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২০ বলেই ফিফটি ছুঁয়েছেন সাকিব। যা তার ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম। ইনিংসে সাকিবের স্ট্রাইক রেট ২৩৪.৬১। যা স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৩০ ছাড়ানো ইনিংসে তাঁর সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২২২.৫৮, ২০২৩-২৪ মৌসুমের বিপিএলে রংপুরে রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ৩১ বলে ৬৯।

সাকিবের দল আজ করেছে ৪ উইকেটে ২০৪ রান। রানটা ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে সেন্ট লুসিয়া। ৫৩ বলে অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেই সাকিবদের হারিয়ে দিয়েছেন কিউই ওপেনার টিম সাইফার্ট। সাকিব বল হাতে ২ ওভারে দিয়েছেন ৩২ রান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2