• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ফারহান, পাকিস্তানের দারুণ শুরু

প্রকাশিত: ২১:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ফারহান,  পাকিস্তানের দারুণ শুরু

এশিয়া কাপজুড়ে ভারতের কাছে রীতিমত বিধ্বস্ত হতেই আছে পাকিস্তান। তবে ফাইনালের মঞ্চে যেন চেহারা পাল্টে গেছে ম্যান ইন গ্রিনদের। দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। পাওয়ার প্লেতে তুলে নেন ৪৫ রান। ফিফটি পেয়েছেন ফারহান।

ওপেনিংয়ে আজ সর্বোচ্চ রানের জুটিও গড়েছে তারা। ভারতের বিপক্ষে আজ ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন ফখর জামান-শাহিবজাদা ফারহান। শুরুতে ফখর দেখেশুনে খেললেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের পসরা সাজান ফারহান। ৩৫ বলে তুলে নিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় ফিফটিও।

যখন থামলেন ততক্ষণে তার নামের পাশে ৫৭ রান। ১৫০.০০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কা ও ৫ চারে। তাকে আউট করেছেন কুলদীপ যাদব।

প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১২ ওভার শেষে ১ উইকেটে ১০৭ রান। ব্যাটিংয়ে ২৬ বলে ৩৩ রানে অপরাজিত আছেন ফখর। ৮ বলে ১৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন সাইম আইয়ুব। 

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2