• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

দারুণ শুরুর পর পাকিস্তানের বিরাট ধস, ভারতের দরকার ১৪৭

প্রকাশিত: ২২:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দারুণ শুরুর পর পাকিস্তানের বিরাট ধস, ভারতের দরকার ১৪৭

৯.৪ ওভারে ৮৪ রানের ওপেনিং জুটি গড়েও দেড়শ রানের কোটা ছুতে পারলো না পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে ভারতের সামনে মাত্র ১৪৭ রানের লক্ষ্যমাত্রা দিতে পেরেছে ফখর জামানরা। নির্ধারিত ২০ ওভারের ৫ বল বাকি থাকতে ১৪৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

ওপেনার শাহিবজাদা ফারহান ৩৮ বলে ৫৭, ফখর জামান ৩৫ বলে ৪৬ এবং সায়েম আইয়ুব ১১ বলে ১৪ রান করেন। এছাড়া বাকিদের মধ্যে কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন উদ্বোধনী জুটিতে নামা শাহিবজাদা ফারহান ও ফখর জামান। যার মূল কৃতিত্ব ফারহানের। ১৫০.০০ স্ট্রাইক রেটে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় ফিফটির ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়।

ফারহানের আউটের পরেই ম্যাচের দৃশ্যপট যায় পাল্টে। ভারতের তিন স্পিনার বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব পাকিস্তানের ব্যাটিং অর্ডার দেন ধসিয়ে। ২২ রানের ব্যবধানে একটা সময় ৭ উইকেট হারিয়ে বসে তারা। যার মধ্যে ৪টিই নেন চায়নাম্যান কুলদীপ।

পরে তাসের ঘরের মতো ভেঙে পড়া পাকিস্তান শেষ পর্যন্ত ১৪৬ রানের সংগ্রহ পেয়েছে। অথচ ১২ ওভার শেষে ১ উইকেটে ১০৭ রান করেছিল তারা। অলআউট হওয়ার আগে শেষ ৪৩ বলে মাত্র ৩৯ রান করতে পেরেছে পাকিস্তান। মোট রানের ১০৩ রান এসেছে দুই ওপেনারের কাছ থেকে।

শাহিবজাদার ৫৭ রানের বিপরীতে ৪৬ রান করেছেন ফখর। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ অক্ষর ও বরুণ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2