কাঁদলেন জ্যোতিরা, সেমির স্বপ্নে বিভোর দ.আফ্রিকা

জয়ের সম্ভাবনা জাগিয়েও আরেকটি হতাশার পরাজয় বাংলাদেশের। শারমিন ও স্বর্ণা আক্তারের দুর্দান্ত ফিফটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিয়েও শেষ রক্ষা হলো না টাইগ্রেসদের। ক্যাচ ড্রপের সুযোগ নিয়ে ৩ উইকেটে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল করেছে দক্ষিণ আফ্রিকা।
সোমবার রাতে বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা মন্থর গতিতে। উদ্বোধনী জুটিতে উঠেছে ৫৩ রান। সে জন্য খেলেছে ১৬ ওভার। রুবিয়া হায়দার ২৫ রান করেছেন ৫২ বলে। ফারজানার ৩০ রান এসেছে ৭৬ বলে। দলীয় একশ' এসেছে ৩০ ওভারে। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৫০।
তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তারের ৭৭ রানের জুটি। ৪২ বলে ৩২ রান করে সাঁজঘরে ফেরেন নিগার। শারমিন পেয়েছেন হাফসেঞ্চুরি। ৭৭ বলে ছয় চারে করেছেন ঠিক ৫০।
তবে প্রোটিয়া নারীদের ওপর ঝড় তুলেছেন স্বর্ণা আক্তার। উইকেটে নেমেই তার ব্যাটে চার ছক্কার ফুলঝুড়ি। সপ্তম উইকেটে ঋতু মনির সাথে মাত্র ১৮ বলের অবিচ্ছিন্ন জুটিতে ৩৭ রান। তিনটি করে চার ও ছক্কায় ৩৫ বলে স্বর্ণা করেছেন অপরাজিত ৫১। যা বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম ফিফটি। ৮ বলে ঋতু করেছেন অপরাজিত ১৯। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তোলে ২৩২ রান।
জবাবে নাহিদা, রাবেয়া, ফাহিমা, ঋতু মনিদের বোলিং তোপে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন চাপে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর দুর্বল ফিল্ডিং- একাধিক ক্যাচ ড্রপ ও রান আউটের সুযোগ মিসের কঠিন মূল্যই দিতে হয়েছে বাংলাদেশকে। তাতে মারিজান কাপ্পের ৫৬, ট্রায়নের ৬২ এবং নাদিনি ডি ক্লার্কের অপরাজিত ৩৭ রানে; প্রায় হারা ম্যাচ জিতে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা।
বিভি/এজেড
মন্তব্য করুন: