• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৭, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের সাথে হোয়াইটওয়াসের ব্যর্থতা কাটিয়ে আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মেহেদী মিরাজের দল। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় খেলা শুরু হয়েছে। ওপেনিংয়ে ব্যাট করছেন সৌম্য সরকার ও সাইফ হাসান।

এদিকে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হলো সিরিজের প্রথম ম্যাচেই। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এ ছাড়া দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার।  

ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে কিছুটা আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে নিজেদের পছন্দের এই ফরম্যাটেই যেন বেশি ধুঁকছে টিম টাইগার্স। ওয়ানডেতে সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2