• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একাই খেলছেন রিশাদ!

প্রকাশিত: ১৯:৪৬, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একাই খেলছেন রিশাদ!

একাই ৫টি উইকেট শিকার করেছেন রিশাদ।

ব্যাটিংয়ের ভগ্নদশা না কাটাতে পারলেও মিরপুরে ঘূর্ণি জাদু দেখাচ্ছেন বাংলাদেশের রিশাদ হোসেন। একে একে সাজঘরে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ব্যাটারকে। ২০৮ রানের লকক্ষ্যে ব্যাট করা ক্যারিবীয়দের ৫ উইকেট একাই তুলে নিয়েছেন রিশাদ।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। তাওহীদ হৃদয় ৫১ ও মহিদুল ইসলাম অঙ্কন ৪৬ রান করেন। ৩২ রান করেন শান্ত আর ১৩ বলে ২৬ রানের ছোট্ট ক্যামিও ইনিংস খেলেন রিশাদ।

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানের ওপেনিং জুটি গড়েন ব্রান্ডন কিং ও অ্যারিক অ্যাথাঞ্জে। এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি সফরকারীরা। কিং ৪৪ ও অ্যাথাঞ্জে ২৭ রান করেন। বাকিরা আর কেউ দুই অঙ্কের কোট ছুতে পারেনি। ৫ জনকেই ফিরিয়েছেন রিশাদ।

এর আগে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ৮ রান তুলতেই ২ ওপেনার বিদায় নেন। অনেকদিন দলে ফিরে কিছুই করতে পারেননি সৌম্য সরকার (৪)। ফর্মে থাকা সাইফ হাসানও বিদায় নেন দ্রুত (৩)। তবে তৃতীয় উইকেটে হৃদয়ের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে ফেরার আগে ৬৩ বলে ৩২ রান করেন শান্ত।

ধীরগতিতে খেলে ফিফটি তুলে নেয়া হৃদয় ৯০ বলে ৫১ রানে আউট হন। অভিষিক্ত মহিদুল ইসলাম অঙ্কন একটুর জন্য ফিফটি মিস করেছেন। হৃদয় ও মিরাজের সাথে কার্যকরী দুটি জুটি গড়ে ফেরার আগে ৭৬ বলে করেন ৪৬ রান।

২৭ বলে ১৭ রানে কাটা পড়েন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। নুরুল হাসান সোহানও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১০ বলে ৯ রান করে আউট হন। রিশাদ ১৩ বলে ২৬ এবং তানভীর ৪ বলে ৯ রান করলে টেনেটুনে স্কোর দুশো পার হয়।

বল হাতে সফরকারীদের হয়ে জেইডেন সিলস ৩টি, রোস্টন চেস ও জাস্টিন গ্রেভস দুটি করে এবং রোমারিও শেফার্ড ও খেরি পেয়ারি একটি করে উইকেট নেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2