• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

টানা ২৩ মাস ধরে ওয়ানডেতে টসে হেরেই চলেছে ভারত

প্রকাশিত: ১৯:০৪, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
টানা ২৩ মাস ধরে ওয়ানডেতে টসে হেরেই চলেছে ভারত

ক্রিকেটবিশ্বে ব্যাটে-বলে ছড়ি ঘোরাচ্ছে ভারত। তবে ওয়ানডে ক্রিকেটে টস ভাগ্যে এক বিরল রেকর্ড গড়েছে দেশটি। তাদের কাছে টস জেতা যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। রবিবার (১৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হারার মাধ্যমে টানা ১৬ ওয়ানডে ম্যাচের টসে হারার বিরল কীর্তি গড়লো রোহিত-কোহলিরা।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের ১৯ নভেম্বরে টস জিতেছিল ভারত। সেই থেকে এখন পর্যন্ত কোন ওয়ানডেতে টসে জিততে পারেনি তারা। সব মিলিয়ে প্রায় দুই বছর এবং ১৬ ওয়ানডে তে টসে জয়হীন ভারত।

ভারতের পর টানা ১১ ওয়ানডেতে টসে হারার রেকর্ড রয়েছে নেদারল্যান্ডসের। ২০১১ সালের ১৮ মার্চ থেকে ২০১৩ সালের ২৭ আগস্ট পর্যন্ত টানা ১১ ওয়ানডেতে টসে জয়হীন ছিল নেদারল্যান্ডস।

দুইবার টানা ৯ ওয়ানডেতে টসে হেরে তৃতীয় অবস্থানে রয়েছে ইংলিশরা। ২০২৩ সালের ২৭ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে টসে জয়হীন ছিল ইংলিশরা। এর আগে ২০১৭ সালের ২২ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত টানা ৯ ওয়ানডে তে টসে জয়হীন ছিল ইংলিশরা।

সমান টানা ৯ ম্যাচ হেরেছে যুক্তরাষ্ট্রও। ২০১৭ সালের ২২ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত টানা ৯ ওয়ানডে তে টসে হেরেছিল তারা।

টানা ১৬ ওয়ানডেতে টসে হারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে প্রায় ২ বছর ধরে ওয়ানডে ক্রিকেটে টসে জয়হীন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

টসের মতো ম্যাচেও জিততে পারেনি ভারত। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে হেরেছে সাত উইকেটে। আগামী ২৩ অক্টোবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে ভারত।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2