• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

মৌসুমের শেষ ম্যাচেও হ্যাটট্রিক মেসির, জিতলেন গোল্ডেন বুটও

প্রকাশিত: ১৭:৫৪, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মৌসুমের শেষ ম্যাচেও হ্যাটট্রিক মেসির, জিতলেন গোল্ডেন বুটও

এবার হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। সঙ্গে একটি অ্যাসিস্টও। আর্জেন্টাইন ফুটবল মহাতারকার এই নৈপুণ্যে ন্যাশভিলকে ৫-২ গোলে উড়িয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামি তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করলো। সর্বোচ্চ গোলদাতার 'গোল্ডেন বুট'ও জিতেছেন মেসি।

ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে বাংলাদেশ সময় রবিবার সকালে মেসির হ্যাটট্রিকের শুরুটা হয় ম্যাচের ৩৫ মিনিটে। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে ন্যাশভিলের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মুখ থেকে নিচু শটে বল জালে পাঠান মায়ামি অধিনায়ক। 

৮ মিনিট পর ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম সারিজ। আর প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকবল শাফেলবার্গ গোল করে স্বাগতিকদের ২-১ লিড এনে দেন। ৬৩ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন। এরপর ৬৭ মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান ৩-২ করেন বাল্টাসার রদ্রিগেজ। 

৮১ মিনিটে আসে মেসির হ্যাটট্রিকের মুহূর্ত। বাঁ-পায়ের শটে বক্সের মাঝ থেকে বল জালে পাঠিয়ে এমএলএসে দ্বিতীয় হ্যাটট্রিক সম্পন্ন করেন ৩৮ বছরের ফুটবল মহাতারকা। ম্যাচের যোগ করা সময়ে তালেস্কো সেগোভিয়া গোল করে ব্যবধান ৫-২'এ উন্নীত করেন। 

এই গোলে অ্যাসিস্ট করেন মেসি। সব মিলিয়ে মৌসুমে মেসির ২৮ ম্যাচে সর্বোচ্চ ২৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট সংখ্যা হলো ১৯টি। মায়ামি ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2