• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

স্বস্তিতে বার্সেলোনা, লা লিগার টেবিলে অবস্থান শীর্ষে

প্রকাশিত: ০৯:২০, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
স্বস্তিতে বার্সেলোনা, লা লিগার টেবিলে অবস্থান শীর্ষে

রোনালদো আরাউহোর শেষ মুর্হূতের গোলে জিরোনার বিপক্ষে জয়ের স্বস্তিতে ভাসলো বার্সেলোনা। শনিবার ঘরের মাঠে জয় তাদের ২-১ ব্যবধানে। এই জয়ে স্প্যানিশ লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এক পয়েন্ট পেছনে ফেলে ফের শীর্ষে উঠলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

অলিম্পিক স্টেডিয়ামে জিরোনার বিপক্ষে বল দখল ও আক্রমণে আধিপত্য নেওয়া বার্সা ম্যাচের ১৩ মিনিটে পোদ্রির চমৎকার গোলে এগিয়ে যায়। ডান দিক থেকে ইয়ামালের পাস বক্সে পেয়ে পাশে থাকা প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে কয়েকজনের মাঝ দিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২২ বছরের স্প্যানিশ মিডফিল্ডার।

ছয় মিনিটে পরেই সমতায় ফেরে অতিথি দল। কর্নার থেকে সতীর্থের হেড পাসে বাইসাইকেল কিকে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার উইটসেল। দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ে আক্রমণে দাপট দেখিয়েও আর গোলের দেখা পাচ্ছিলো না স্বাগতিকরা। অবশেষে চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান গড়ে দেন ২৬ বছরের রোনালদো আরাউহো। ৮২ মিনিটে বদলি নেমেছিলেন উরুগুয়ের এই ডিফেন্ডার।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেলো হ্যান্সি ফ্লিকের দল। আর লা লিগায় ৯ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ নিয়ে নিয়ে আপাতত লিগ শীর্ষে ফিরেছে কাতালান জায়ান্টরা। রিয়াল ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2