লঙ্কান নারীদের ২০২ রানে অলআউট করলো টাইগ্রেসরা

নারী ক্রিকেট বিশ্বকাপের ২৭তম ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের ২০২ রানে অলআউট করেছে বাংলাদেশ।
সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ বল বাকি থাকতেই সব উইকেট হারায় লঙ্কান মেয়েরা। ব্যাট হাতে হাসিনি পেরেরা খেলেছে ৮৫ রানের ইনিংস। এছাড়াও, চামিরি আথাপাত্থুা ৪৬ ও নিলাকসিকা সিলভা করেছে ৩৭ রান। বাকি ব্যাটসম্যানরা দুই সংখ্যার ঘর স্পর্শ করতে পারেনি।
অন্যদিকে, বোলিংয়ে বাংলাদেশের স্বর্ণা আক্তার নিয়েছে ৩ উইকেট, রাবেয়া খান শিকার করেছে দুইজনকে। মারুফা, নিশিতা, নাহিদা পেয়েছে একটি করে উইকেট।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: