সিরিজ জয়ের হাতছানি টাইগারদের, কেমন হবে আজকের একাদশ?

সিরিজ জয়ের হাতছানিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচের আগে দুই দলের পারফরমেন্সের চেয়ে বেশি আলোচনায় মিরপুরের উইকেট। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদের কাছে জয়টাই বড় কথা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে থাকতে হবে র্যাংকিংয়ের ৯-এর মধ্যে। বাংলাদেশের অবস্থান দশে। তাদের ঠিক ওপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। সেই চিন্তা থেকেই মিরপুরের উইকেট স্পিন বান্ধব। প্রথম ম্যাচে কালো মাটির উইকেটে ঘুর্ণিতে ঘায়েল হয়েছে উইন্ডিজ। প্রথম ম্যাচে লেগ স্পিনার রিশাদ পেয়েছেন ৫ উইকেট। তবে তার সাফল্যের ভাগ চলে যাচ্ছে উইকেটের দখলে।
যদিও বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদ উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করতে নারাজ। বরং রিশাদেই মুগ্ধ তিনি। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের রহস্য ভেদ করতে দেশ থেকে উড়িয়ে এনেছে স্পিনার আখিল হোসেনকে। বাংলাদেশের অস্ত্রেই টাইগার বধের পরিকল্পনা তাদের।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে আত্মবিশ্বাস তলানিতে বাংলাদেশের। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে নিজেদের ফিরে পাওয়ার মিশনও টাইগারদের।
এই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। টাইগার একাদশে তাসকিন আহমেদকে বসিয়ে তানজিম ইসলাম সাকিবকে যুক্ত করার সম্ভাব্যতা দেখানো হয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কেসি কার্টি, শাই হোপ, শের্ফান রাদারফোর্ড, রস্টোন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড. খেরি পেইরি ও জাইডেন সিলস।
বিভি/এজেড
মন্তব্য করুন: