• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

চোট কাটিয়ে পিএসজির স্কোয়াডে ফিরলেন দেম্বেলে

প্রকাশিত: ১১:৩৮, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চোট কাটিয়ে পিএসজির স্কোয়াডে ফিরলেন দেম্বেলে

চোট কাটিয়ে অবশেষে পিএসজির স্কোয়াডে ফিরলেন উসমান দেম্বেলে। ব্যালন ডি'অর বিজয়ী ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসও ফিরেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচেই মাঠে দেখা যেতে পারে দুই তারকাকে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন দেম্বেলে। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির সাতটি ম্যাচে খেলতে পারেননি এবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তা ও বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অবশেষে, দেড় মাস পর জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়েই মাঠে ফেরার জোর সম্ভাবনা তৈরি হয়েছে ফরাসি ফরোয়ার্ডের। সোমবার তাকে নিয়েই ২১ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ লুইস এনরিক।

স্কোয়াডে আরও ফিরেছেন সেন্টার-ব্যাক মার্কিনিয়োস। চোট কাটিয়ে প্রায় চার সপ্তাহ পর দলে ফিরছেন ৩১ বছরের ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে ৩৬ দলের প্রত্যেকে শেষ করেছে দুটি করে ম্যাচ। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তাদের সমান পয়েন্ট নিয়ে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ দুইয়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পিএসজি তৃতীয় স্থানে আছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2