• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে আজ অঘোষিত ফাইনাল

প্রকাশিত: ১০:১৬, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে আজ অঘোষিত ফাইনাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে আজ (২৩ অক্টোবর) অঘোষিত ফাইনাল। সিরিজ জয়ের হাতছানিতে মাঠে নামবে দুই দল। মিরপুর স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। 

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৪ রানে জয় পায়। দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় টাইয়ের পর সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ এক রানের জয় নিয়ে সিরিজে সমতা আনে। দুই দলের সামনেই এবার সিরিজ জয়ের হাতছানি। আফগানিস্তানের কাছে ৩-০’তে হোয়াইট ওয়াশ হওয়া টাইগারদের  র‍্যাংকিংয়ে উন্নতি ঘটাতে সিরিজটি খুব গুরুত্বপূর্ণ।

দ্বিতীয় ওয়ানডেতে একাধিক ভুলের খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে। স্পেশালিস্ট ব্যাটারদের ব্যর্থতা, হোম কন্ডিশনের সুবিধা নিতে না পারা, মেহেদী মিরাজের ভূল অধিনায়কত্ব, একাধিক ক্যাচ ড্রপ, সুপার ওভারে ইনফর্ম ব্যাটার রিশাদকে ব্যাটিংয়ে না পাঠানোর কঠিন মূল্য দিতে হয় স্বাগতিকদের। সুপার ওভারে ১১ রানের টার্গেটে প্রথম বলে ৫ রান ওঠার পরও পরের পাঁচ বলে ৬ রান তুলতে পারেনি বাংলাদেশ।

সিরিজটি ৩-০’তে জিতলে র‍্যাংকিংয়ে নবম স্থানে ওঠার সুযোগ ছিলো টাইগারদের। সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এখন সিরিজটি জিততে পারলে ওয়ানডে র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকবে বাংলাদেশের। শেষ ম্যাচে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা আছে।   

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2