টস জিতলো বাংলাদেশ, ম্যাচ জিততে পারবে তো?

টস করছেন দুই অধিনায়ক। ছবি- বিসিবি
জয় দিয়ে সিরিজ শুরু, এরপর তীরে এসে তরী ডুবে হার। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় রয়েছে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারবে কীনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ ওয়েস্ট ইন্ডিজেরও।
এ বছর এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। টানা চারটি ওয়ানডে সিরিজে পরাজয়ের কষ্ট বইতে হচ্ছে টাইগারদের। মিরপুরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজ জিতলে আরও একটি সিরিজ পরাজয় হবে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: