ফেরার পর টানা দুই ম্যাচেই শূন্য, তবে কী শেষ কোহলির ক্যারিয়ার?

টানা দুই ম্যাচ মাথা নিচু করে মাঠ ছাড়লেন কোহলি। ছবি- ক্রিকইনফো
দীর্ঘ ২২৪ দিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু ফিরেই টানা দুটি ম্যাচে ডাক মারলেন এক সময়ের নাম্বার ওয়ান এই ব্যাটার। এতে করে প্রশ্ন উঠছে- বিরাট কোহলি কি তবে সত্যিই ক্যারিয়ারের শেষ দেখে ফেললেন?
ফেরার পর এখন পর্যন্ত একটি রানও করতে পারেননি। অস্ট্রেলিয়া সিরিজে পার্থের পর অ্যাডিলেডেও শূন্য রানে আউট হয়েছেন। জেভিয়ার বার্টলেটের বল ব্যাটে লাগাতে পারেননি। বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবার তিনি পর পর দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন।
আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোহলি খেলেছেন মাত্র ৪ বল। জেভিয়ার বার্টলেটের ভেতরে ঢোকা একটি বল ব্যাটে লাগাতে পারেননি। বল গিয়ে লাগে প্যাডের মাঝে। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেন। রোহিতের সঙ্গে কথা বলে আর রিভিউ নেননি। তিনি যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন অ্যাডিলেডের দর্শকেরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন। তাদের দিকে গ্লাভস তুলে ‘গুডবাই’ জানান কোহলি।
এই ঘটনায় তার অবসর জল্পনা আরও বেড়ে গেল। অ্যাডিলেড কোহলির অন্যতম প্রিয় মাঠ। এই মাঠে তিনি ৯৭৫ রান করেছেন। অথচ, আজ তাকে মাঠ ছাড়তে হলো মাথা নিচু করে। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে তার আর একটিই ইনিংস বাকি। এরপর আর অস্ট্রেলিয়ার মাটিতে হয়তো আর খেলা হবে না। এখন প্রশ্ন হলো, এই সিরিজের পর কি আর ভারতের জার্সিতে খেলার সুযোগ পাবেন কোহলি?
বিভি/এজেড
মন্তব্য করুন: