১০০% ইচ্ছা আছে মিরপুর থেকে অবসর নেওয়ার: সাকিব

চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়। এরপর থেকে সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। মাঝে তিনি দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাইলেও রাজনৈতিক বাস্তবতার কারণে সেটা আর সম্ভব হয়নি। এবার সাকিব দাবি করলেন, তিনি কোনো ফরম্যাটে থেকেই আনুষ্ঠানিক অবসর নেননি এবং ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলায় বিদায় নিতে চান।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাতকারে সাকিব বলেন, ‘সত্যি বলতে আমি কোনো ফরম্যাট থেকে অফিসিয়ালি অবসর নেইনি। ১০০% ইচ্ছা আছে মিরপুর থেকে অবসর নেওয়ার। আমার ভক্ত-সমর্থক এমনকী নিজের জন্যও এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’
বর্তমানে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন সাকিব। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই এটা উপভোগ করেছি। আমি অনেক স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়েছি। এমন কয়েকজনের সাথে দেখা হয়েছে, যাদের সাথে ক্যারিয়ারের শুরুতে পরিচয় হয়েছিল। এটা আমাকে আমার অনূর্ধ্ব-১৯ দলে খেলার দিনগুলোতে ফিরিয়ে নিয়েছিল। খুবই ভালো লেগেছে, যেন আমি সেই পরিবেশ আবার ফিরে পেয়েছি, যা ছোটবেলায় পেতাম।’
বিভি/এজেড
মন্তব্য করুন: