• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

জ্বলে উঠলেন সৌম্য, ফর্মে ফিরলেন সাইফ, ওপেনিংয়ে শুভ সূচনা

প্রকাশিত: ১৫:১০, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১১, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জ্বলে উঠলেন সৌম্য, ফর্মে ফিরলেন সাইফ, ওপেনিংয়ে শুভ সূচনা

ফিফটি পেয়েছেন সাইফ হাসান ও সৌম্য সরকার।

অবশেষে ব্যাটিংয়ে দুর্দশা কাটালো বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছে টাইগাররা। দীর্ঘদিন পর রানে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে সাইফ হাসানও জ্বলে উঠেছেন।

মিরপুরে সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটিংয়ে উইন্ডিজ বোলারদের পাত্তাই দিচ্ছে না টাইগার ব্যাটাররা। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৪ রান তুলেছে বাংলাদেশ, যা ২০১৫ সালের পর মিরপুরে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ। ২০ ওভার শেষে জুটি দাঁড়ায় বিনা উইকেটে ১৩৯।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে বিনা উইকেটে ১৭৬ রান তুলেছে বাংলাদেশ। সাইফ হাসান ৭০ বলে ৮০ এবং সৌম্য সরকার ৮০ বলে ৯১ রানে ক্রিজে আছেন।

ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সৌম্য। দুই ছক্কা, পাঁচ চারে তুলে নেন অর্ধ-শতক। সাইফও দারুণ সঙ্গ দেন বাঁহাতি ওপেনারকে। তিনিও দেখা পান ফিফটির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে বিনা উইকেট ১১৮ রান।

এর আগে, সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‌্যাংকিংয়ে সেরা আট দলের (স্বাগতিক দেশ ব্যতীত) মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2