• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সৌম্যকে বাদ দিয়ে লিটনকে নিয়ে দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: ১৯:১৭, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সৌম্যকে বাদ দিয়ে লিটনকে নিয়ে দল ঘোষণা বাংলাদেশের

মিরপুরে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের ঝলমলে ইনিংস খেলার পরই দুঃসংবাদ পেলেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। এই সিরিজে সবচেয়ে বড় স্বস্তি হলো নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের ফেরা। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে না থাকা এই উইকেটরক্ষক-ব্যাটার আবারও দলের নেতৃত্ব দেবেন। তবে স্কোয়াডে বড় চমক হিসেবে বাদ পড়েছেন আফগানিস্তান সিরিজের দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার এবং তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

লিটন ইনজুরি কাটিয়ে ফেরায় তার অভিজ্ঞতা ও ব্যাটিং সামর্থ্য নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে বাড়তি শক্তি দেবে। অন্যদিকে, লিটনের অনুপস্থিতিতে আফগানিস্তান সিরিজের দলে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। তবে সেই সফরে তিনি ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যেতে পারেননি এবং কোনো ম্যাচ খেলতে পারেননি। কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া সত্ত্বেও এই সিরিজে সৌম্যকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এছাড়া, এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজে দলে জায়গা পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ অক্টোবর প্রথম, ২৯ অক্টোবর দ্বিতীয় ও ৩১ অক্টোবর হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। 

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2