• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

২৬ বছর আগের রেকর্ড ভাঙলেন সৌম্য-সাইফ

প্রকাশিত: ১৫:৪৬, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
২৬ বছর আগের রেকর্ড ভাঙলেন সৌম্য-সাইফ

ফর্মে ফিরেই রেকর্ড গড়লেন সৌম্য সরকার আর সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ১৭৬ রানের ওপেনিং জুটি গড়েছেন সৌম্য ও সাইফ। যা ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এই জুটি গড়ার পথে এ দুজন ভেঙেছেন ২৬ বছর আগের রেকর্ড।

ওয়ানডেতে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি ২৯২ রানের। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২৯২ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। আর দ্বিতীয় সর্বোচ্চ ছিলো শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের। ১৯৯৯ সালে এ দুজন জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭০ রানের ওপেনিং জুটি গড়েছিলেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে ১৭৬ রানের জুটি গড়ার পর ৭২ বলে ৮০ রনে ফেরেন সাইফ হাসান। এরপর ৯১ রানে আউট হন সৌম্য সরকারও। এই জুটি দিয়ে দীর্ঘদিনের ব্যাটিং খরা কাটানোর চেষ্টা করছে টাইগাররা।

এর আগে ১৯৯৯ সালে শাহরিয়ার ও মেহরাবের ১৭০ রানের জুটিতে ভর করে ২৫৭ রান তুলেছিল বাংলাদেশ। পরে অ্যালিস্টার ক্যাম্ববেলের ৯৭ রানের ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে জিম্বাবুয়ে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2