• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

একদিনের ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শচীনের পাশে কোহলি

প্রকাশিত: ১৭:২৮, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
একদিনের ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শচীনের পাশে কোহলি

ছবি: সংগৃহীত

একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাবেক লঙ্কান ব্যাটার কুমার সাঙ্গাকারাকে টপকে গেছেন ভিরাট কোহলি। ভারতীয় এ তারকা ব্যাটার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

শনিবার (২৫ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে এ কীর্তি গড়েন ভিরাট। 

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শেষ ম্যাচে ব্যাট করতে নেমে অপরাজিত থেকে ৮১ বলে ৭৪ রান করে করেন কোহলি। এতে করে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার রানের সংগ্রহ দাঁড়ায় ১৪ হাজার ২৫৫ রানে।

১৮ হাজার ৪২৬ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। কুমার সাঙ্গাকারার সংগ্রহ ১৪ হাজার ২৩৪ রান। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে রিকি পন্টিং ও সনাথ জয়াসুরিয়া।

শুধুমাত্র ভারতীয় ব্যাটারদের মধ্যে শচীন-কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা ও সৌরভ গাঙ্গুলি।

এদিন, টস জিতে আগে ব্যাট করতে নেমে সফরকারী ভারতকে ২৩৭ রানে টার্গেট দেয় অজিরা। জবাবে, কোহলি-রোহিতের ব্যাটে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে ভারত।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2