• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

সাফ অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক জয় 

প্রকাশিত: ২২:৩৬, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সাফ অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক জয় 

ছবি: সংগৃহীত

সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ভারতের রাচিতে চলমান আসরের প্রথম দিন কোনো পদক না পেলেও আজ (২৫ অক্টোবর) পেয়েছে বাংলাদেশ। সেই ব্রোঞ্জ পদকটি এসেছে ৪ গুণীতক ১০০ মিটার পুরুষ রিলেতে। ব্রোঞ্জ জিততে বাংলাদেশ সময় নিয়েছে ৪০ দশমিক ৮৪ সেকেন্ড।

তৃতীয় স্থান অর্জনে বাংলাদেশের হয়ে রিলেতে লড়েছেন ইসমাইল, আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম।

শ্রীলঙ্কার অ্যাথলেটরা ৩৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে। অন্যদিকে স্বাগতিক ভারতের দৌড়বিদরা রৌপ্য জিততে সময় নিয়েছে ৪০ দশমিক ৬৫ সেকেন্ড। 

অন্যদিকে মেয়েদের রিলেতে ৪৮ দশমিক ২১ সেকেন্ড নিয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ। ৪৭ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ব্রোঞ্জ জিতেছে মালদ্বীপ। 

আজ আরও বেশ কিছু ইভেন্ট হলেও বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়নি কোনো পদক।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2