• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

মুখোমুখি অবস্থানে আর্চারি ও ফুটবল ফেডারেশন

মনির হোসেন খান

প্রকাশিত: ০৮:৫৩, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মুখোমুখি অবস্থানে আর্চারি ও ফুটবল ফেডারেশন

একই সময়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে আর্চারি ও ফুটবল ফেডারেশন। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে অন্তত সেমিফাইনাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ চেয়েছে আর্চারি ফেডারেশন। তবে, যুব ক্রীড়া উপদেষ্টা পরিস্কার জানিয়ে দিয়েছেন, অগ্রাধিকার পাবে ফুটবল। আর্চারি টুর্নামেন্টটি আর্মি অথবা কমলাপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

আগামী ৭ নভেম্বর শুরু হচ্ছে এশিয়ান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এশিয়ার ৩১টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। অংশগ্রহণকারী দেশের হিসেবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। গত একবছর ধরে জাতীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। হঠাৎ করেই টুর্নামেন্ট নিয়ে নতুন শঙ্কা। ১৪ নভেম্বর একই মাঠে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ। 

দুই ফেডারেশনের টানাপোড়েনে হস্তক্ষেপ যুব ও ক্রীড়া উপদেষ্টার। কোন আলোচনা নয়, সরাসরি তিনি পক্ষ নিলেন ফুটবল ফেডারেশনের। জানিয়ে দিলেন আর্চারি টুর্নামেন্ট সরিয়ে নিতে হবে অন্য ভেন্যুতে। 

ফুটবল ফেডারেশনের হঠাৎ করেই প্রীতি ম্যাচ আয়োজনকে ইচ্ছাকৃত মনে হচ্ছে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে। স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান দিলেন সমাঝোতার মাধ্যমে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা।

এক বছর আগেই এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশনের কাছে মনোনয়ন নিয়ে রেখেছে বাংলাদেশ। তড়িঘড়ি করে ভেন্যু পরিবর্তন করতে গেলে আয়োজন ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। এমনকি, ভবিষ্যতে আর্চারিতে বাংলাদেশকে আর কোন টুর্নামেন্টের দায়িত্ব না দেওয়ার সম্ভাবনাও আছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টার রায় ফুটবলের পক্ষে গেলেও সমস্যা সমাধানের জন্য এখনও জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে আছে আর্চারি ফেডারেশন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2